বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

পাবনায় কলেজে ভবন সংকটে পাঠদান ব্যাহত 

পাবনা প্রতিনিধি

পাবনায় কলেজে ভবন সংকটে পাঠদান ব্যাহত 

পাবনার সুজানগরের বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীর তুলনায় একাডেমিক ভবন খুবই অপ্রতুল। ফলে প্রয়োজনীয় একাডেমিক ভবনের অভাবে প্রতিষ্ঠানটিতে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। 

জানা যায় , ১৯৬৮ সালে বোনকোলা উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৮ সালে এলাকাবাসী দাবি তথা এলাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্প্রসারণের লক্ষে বোনকোলা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হয়। 

বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠানটির কলেজ শাখার জন্য একটি একাডেমিক ভবন নির্মাণ করা হলেও আজও বিদ্যালয় শাখার জন্য কোন ভবন নির্মাণ করা হয়নি। অথচ বর্তমানে বিদ্যালয় শাখার প্রায় ১ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। 

প্রতিষ্ঠানটির গভনিং বর্ডির সদস্য আনোয়ার হোসেন বলেন, ১৯৬৮ সালে বিদ্যালয় শাখা চালু হওয়ার প্রায় এক যুগ পর সরকারিভাবে একটি একাডেমিক ভবন নির্মিত হয়। কালের পরিক্রমায় ওই ভবনটিরও জরাজীর্ণ অবস্থা। 

বর্তমানে ওই জরাজীর্ণ ভবন এবং বিদ্যালয় শাখা প্রতিষ্ঠালগ্নের দুটি জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ টিনের ঘরে প্রায় ১ হাজার শিক্ষার্থীর পাঠদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. নুরুল হুদা বলেন, কলেজ শাখার শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে। 

বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আবুল বাসার বলেন, বিদ্যালয়ে ভবন সংকটের কারণে শ্রেণিকক্ষে গাদাগাদি করে বসতে হয়। তাছাড়া একটু বৃষ্টি হলেই জরাজীর্ণ ওই ভবন ও টিনের ঘর দিয়ে পানি পড়ে। এ সময় আমাদের সিমাহীন দুর্ভোগ মাথায় নিয়ে ক্লাস করতে হয়। 

এ ব্যাপারে স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবির বলেন, সংশ্লিষ্ট দফতরে প্রতিষ্ঠানটির বিদ্যালয় শাখায় একটি একাডেমিক ভবন নির্মাণের চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই ভবনটি বরাদ্দ হবে।                              

টিএইচ